যুক্তরাজ্যভিত্তিক মানবিক সংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, গত মার্চ মাস থেকে তারা গাজায় নিজেদের ত্রাণসামগ্রী পাঠাতে পারছে না। ওই সময় ইসরাইল গাজা উপত্যকায় পূর্ণ অবরোধ আরোপ করেছিল। ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হলেও সংস্থাটি জানায়, এখনো তারা তাঁবু, কম্বল ও অন্যান্য জরুরি সামগ্রী গাজায় পৌঁছাতে পারছে না।
সাম্প্রতিক ঝড়ে গাজার অবস্থা আরও নাজুক হয়ে পড়েছে। সেভ দ্য চিলড্রেনের গাজা মিডিয়া ম্যানেজার শুরৌক আলজাজিরাকে বলেন, জাতিসংঘের মাধ্যমে সীমিত পরিমাণ ত্রাণ পাঠানো হয়েছে, যা গাজার জনগণের মৌলিক চাহিদা পূরণে যথেষ্ট নয়। এক সাহায্যকর্মী জানান, আশ্রয়ের জায়গা খুঁজে পেতে ফিলিস্তিনিরা এখন মরিয়া।
সংস্থাটি স্থানীয়ভাবে কিছু আশ্রয়কেন্দ্র সরবরাহের চেষ্টা করেছে, তবে তা চাহিদার তুলনায় অতি সামান্য। মানবিক সংস্থাগুলো ইসরাইলকে অবরোধ শিথিল করার আহ্বান জানিয়েছে, যাতে গাজার মানবিক সংকট আরও গভীর না হয়।