জাতীয় নির্বাচনের তিন মাস আগে ৬৫ জন নেতা-কর্মীর বহিষ্কার ও স্থগিতাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটি জানায়, আবেদন ও কেন্দ্রীয় সিদ্ধান্তের ভিত্তিতে বিভিন্ন সময়ে বহিষ্কৃত ও স্থগিত হওয়া ব্যক্তিদের শাস্তি তুলে নেওয়া হয়েছে। পুনর্বহাল হওয়া নেতাদের মধ্যে কুষ্টিয়া, নরসিংদী, সুনামগঞ্জ, রাজশাহী, খুলনা, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলার নেতারা রয়েছেন। বিএনপি জানায়, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক ঐক্য ও প্রস্তুতি জোরদার করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হোসেন মৃধার স্থগিতাদেশও প্রত্যাহার করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপকে দলীয় ঐক্য পুনর্গঠনের অংশ হিসেবে দেখা হচ্ছে।