মঙ্গলবার রাতে মগবাজারস্থ জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতে ইসলামী বাংলাদেশের সাথে গণঅধিকার পরিষদের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পরিষদের মিডিয়া সমন্বয়ক আবু হানিফ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন। এ বিষয়ে মুখপাত্র ফারুক হাসান বলেন, চলমান পরিস্থিতি ও আগামীর বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঐক্যমত হয়েছে। শফিকুর রহমান, মিয়া গোলাম পরওয়ার, নুরুল হক নূর, ফারুক হাসানসহ দুই পক্ষের দশজন উপস্থিত ছিলেন বৈঠকে।