মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা চারদফা দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে। ১০ ফেব্রুয়ারি সোমবার দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করবে, দাবি আদায় না হলে আমরণ অনশন করবে। তারা এক সংবাদ সম্মেলনে বলেছে, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়েছে। তবে অন্য তিনটি দাবি সুরাহা এবং দাবি পূরণে সময় বেঁধে না দেওয়ায় কর্মসূচি চলমান থাকবে। স্বাস্থ্য উপদেষ্টার ডাকে যাওয়ার সময় পুলিশ ৬০ জনকে হামলা করে আহত করেছে বলে জানিয়েছে তারা। উচ্চ শিক্ষার সুযোগ, শূন্য পদে নিয়োগ, নতুন পদ সৃজন ও চার বছরের একাডেমিক কোর্স বহাল চেয়ে আন্দোলন করছেন তারা।