রোববার বিকালে ফেসবুক পোস্টে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, জীবন থাকতে কোনো স্থানীয় সরকার নির্বাচন হবে না। লিখেছেন, 'আগে অন্তত ঢাকার প্রাণকেন্দ্র দক্ষিণ ঢাকায় আমার সঙ্গে যুদ্ধ করে, আমাকে কবরে পাঠিয়ে তারপর করতে পারলে করবে’। তিনি আরো লিখেছেন, এলাকায় ফ্যাসিবাদের স্থান দেওয়ার আগে ১০০ বার চিন্তা করে নিয়েন। আগে বরখাস্তকৃত কমিশনের/কাউন্সিলর পদধারী হাসিনার কিলার বাহিনীদের বিচার, শাস্তি ও নির্মূল করতে হবে।’ মার্কাবিহীন নির্বাচনে খুনী হাসিনার অমানুষ জালিমদের উত্থান ঘটবে বলে সতর্ক করেন। তিনি এই সময়ে তার দলীয় সিদ্ধান্তের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন।