বিগত সরকারের মতো মেটার কাছ থেকে কোনো ব্যক্তির পোস্ট ডিলিট করা কিংবা নাগরিক হয়রানির কোনো তথ্য নয়; কেবল ক্রিপ্টো কারেন্সি এবং আর্থিক জালিয়াতির তথ্য চাওয়া হয়। নাগরিক সম্মতি মান্য করে সংশোধিত হয়েছে সাইবার সুরক্ষা আইন, জানিয়েছেন ফয়েজ আহমেদ তায়েব। সংশোধনীতে যৌন নির্যাতনকে শাস্তি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। হ্যাকার ছাড়া কোনো অভিযুক্তকেই পরোয়ানা ছাড়া করা যাবে গ্রেপ্তার! কেবল আইন নয়, ইন্টারনেটকে সর্বজনীন করতে একটি টেকসই গাইডলাইন জরুরি মনে করেন বিটিআরসির মহাপরিচালক খলিলুর রহমান। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি কনফারেন্সে এইসব কথা তারা বলেন। প্রধান অতিথির বক্তব্যে খলিলুর রহমান দুর্গম পাহাড়ি অঞ্চলে ইন্টারনেট পৌঁছে দেওয়ার গুরুত্বারোপ করেন!