চট্টগ্রামের রাউজান উপজেলার ৯নং ওয়ার্ডে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী মো. আলমগীর (৫৫) নিহত হয়েছেন। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে রাউজান পৌরসভার চারাবটতল এলাকার কায়কোব্বাদ আহমদ চৌধুরী জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত আলমগীর ছিলেন সাবেক এমপি ও বিএনপি নেতা গোলাম আকবর খোন্দকারের অনুসারী। তিনি বিকেলে জমি সংক্রান্ত পারিবারিক বৈঠক শেষে ফেরার পথে মোটরসাইকেলযোগে আসা সন্ত্রাসীদের গুলিতে ঘটনাস্থলেই মারা যান। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন মো. রিয়াজ (৩০), যিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নিহতের পরিবার জানিয়েছে, স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীরাই এ হামলা চালিয়েছে। পুলিশ ধারণা করছে, পূর্ব শত্রুতার জের ধরেই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। এখনো মামলা না হলেও সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান চলছে।