’রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না হলে সবার বিপদ আছে বলে সতর্ক করেছেন বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। শনিবার লক্ষ্মীপুরে এ্যানি বলেন, সবাই আবার অত্যাচারিত হবেন, নির্যাতিত হবেন। আমি-আপনি অত্যাচারিত হওয়া আর সাধারণ মানুষ অত্যাচারিত হওয়া এক নয়। আমার কারণে কেন সাধারণ জনগণ অত্যাচারিত-নির্যাতিত হবেন। আসুন ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের ভীতকে শক্তিশালী করি। নির্বাচন প্রক্রিয়াকে ত্বরান্বিত করি। ’ আরও বলেন, ‘আমি, আপনি, আপনারা, দেশের মানুষ সবাই জুলাইযোদ্ধা। শাহবাগে কিছুসংখ্যক জুলাইযোদ্ধার মারামারি আমার মনকে ব্যথিত করে। স্বাভাবিকভাবে ফ্যাসিস্ট সেখানে সুযোগ পাবে। সবাই মিলে আন্দোলন করলাম হাসিনার বিরুদ্ধে।’