Web Analytics
বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনে তার দল বিজয়ী হলে বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলকে নিয়ে সরকার গঠন করবে। শুক্রবার ঢাকার ভাষানটেক এলাকায় এক যুব-ছাত্র ও নাগরিক গণসমাবেশে তিনি বলেন, জাতিকে বিভক্ত করা জাতির জন্য ক্ষতিকর এবং ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়াই তাদের লক্ষ্য। তিনি দাবি করেন, জামায়াতের দুর্নীতি, চাঁদাবাজি বা ক্ষমতার অপব্যবহারের কোনো ইতিহাস নেই। বর্তমান ব্যবস্থাকে ‘ফ্যাসিবাদের রূপ’ আখ্যা দিয়ে তিনি নতুন ফর্মুলায় জনগণকেন্দ্রিক সরকার গঠনের অঙ্গীকার করেন। ডা. শফিকুর রহমান বলেন, দেশের বিপুল প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও জনগণ স্বাধীনতার সুফল পায়নি। তিনি জোর দিয়ে বলেন, জামায়াত দেশত্যাগ করেনি, বরং দেশের মাটিতেই থেকে সংগ্রাম করেছে এবং ত্যাগ স্বীকার করেছে।

Card image

Related Videos

logo
No data found yet!