রাজধানী ঢাকায় শুক্রবার সকালে অনুভূত ভূমিকম্পে শিক্ষার্থী ও শিশুসহ অন্তত ১৮ জন আহত হয়েছেন। সকাল পৌনে ১১টার দিকে ভূমিকম্পটি অনুভূত হলে বিভিন্ন এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। দুপুরের দিকে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহতদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে এবং সবাই বর্তমানে চিকিৎসাধীন। আহতদের বয়স ৬ থেকে ৬০ বছরের মধ্যে। রাজধানীতে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি, তবে অন্যান্য জেলায় অন্তত সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও পরবর্তী ঝুঁকি পর্যবেক্ষণ করছে এবং নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।