জাকসুর নবনির্বাচিত জিএস প্রার্থী মাজহারুল ইসলাম বলেছেন, আমাদের সমন্বিত শিক্ষার্থী জোটের যে নিরঙ্কুশ বিজয়, এ বিজয় শুধুমাত্র আমাদের নয়, এ বিজয় জাবি'র সকল শিক্ষার্থীর। মাজহারুল বলেন, ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের ২০ জনকে হাজার হাজার ভোট দিয়ে নির্বাচিত করেছে শিক্ষার্থীরা। আমাদের নির্বাচিত করা এটি কোনও উৎফুল্ল হওয়া বা আমাদের ব্যক্তিগত ভোগবাদী মানসিকতার জায়গা ঘটানোর কোনও জায়গা নয়। আমরা মনে করি শিক্ষার্থীরা ক্যাম্পাসে তাদের অধিকার আদায়ের আমানত প্রদান করেছে। আমরা এই আমানতের ভার যেদিন বাস্তবায়ন করবো এবং এই দায়িত্ব থেকে অব্যাহতি নিবো সেদিনই আমরা মনে করবো আমরা জয়লাভ করেছি। শিক্ষার্থীদের সহায়তা প্রত্যাশা করে তিনি বলেন, এই ক্যাম্পাসের যে স্বকীয়তা রয়েছে, যে সাংস্কৃতিক বৈচিত্র রয়েছে, পরিবেশের যে সৌন্দর্য রয়েছে এবং দল মত নির্বিশেষে সবার ব্যক্তিস্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা আমাদের শিক্ষার্থীবান্ধন কর্মকাণ্ড পরিচালনা করবো। জাকসু নির্বাচনে যারা নির্বাচিত হননি তাদেরকেও বলবো আমরা একসঙ্গে কাজ করতে চাই। এ সময় কেন্দ্রীয় মসজিদে শুকরানা সিজদা ও দোয়া মাহফিল করবেন বলেও জানান তিনি।