রাজধানীর শ্যামপুর শ্মশান ঘাট এলাকায় সোমবার দিবাগত রাতে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা এক স্কুলছাত্র নিহত হয়েছে এবং আরও একজন আহত হয়েছে। নিহত সিয়াম (১৬) ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী, কুমিল্লার জাহাঙ্গীর হোসেনের ছেলে। বিজয় দিবস উপলক্ষে রাতে চার বন্ধু মিলে ঘুরতে বের হলে রাত পৌনে বারোটার দিকে দুর্ঘটনাটি ঘটে।
শ্যামপুর থানার উপপরিদর্শক মো. শাহআলম জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালক আব্দুল কাদেরকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রাজধানীতে সড়ক দুর্ঘটনা ও বেপরোয়া গাড়ি চালনার কারণে প্রাণহানির ঘটনা ক্রমেই বাড়ছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।