বুধবার কলকাতা বিমানবন্দরে কনভেয়ার বেল্টের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে, তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ঝালাইয়ের কাজ চলাকালে স্পার্কের কারণে একটি ফ্লেক্সে আগুন ধরে তা আশপাশে ছড়িয়ে পড়ে। বিমানবন্দর কর্মীরা প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন, এর আগেই দমকল বাহিনী পৌঁছানোর সুযোগ পায়নি। এই ঘটনার পর বিমান চলাচলে কোন সমস্যা হয়নি, তবে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধনের দিনে এই ঘটনা উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়।