Web Analytics
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীসহ দুইজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টা ৫০ মিনিটে ‘বি’ ইউনিটের তৃতীয় শিফটের পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ৪০২ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। পরীক্ষার সময় হাতে-নাতে ধরা পড়েন ঢাবি শিক্ষার্থী মো. এহসানুল হক জিসান।

জিসান জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে তিনি ভর্তিচ্ছু রাফিদ হোসেন সাজিদের হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন। পরে প্রক্টরিয়াল টিম আসল পরীক্ষার্থী সাজিদকেও আটক করে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উভয়কে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

প্রশাসন জানায়, সাজিদের পূর্ববর্তী পরীক্ষার ফল বাতিল করা হয়েছে এবং ভবিষ্যতে জাবির কোনো ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগও বন্ধ করা হয়েছে। ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ায় শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানকে প্রতিফলিত করে।

Card image

Related Videos

logo
No data found yet!