বুধবার স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার মতো যথেষ্ট প্রমাণ সরকারের কাছে আছে। শুধু তিনিই নন, তার পরিবারের ও সংশ্লিষ্ট সবাইকে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া চলছে। আয়না ঘর নিয়ে তিনি বলেন, আয়না ঘরগুলো যখন নিজের চোখে দেখবেন এবং নির্যাতিতদের সঙ্গে কথা বলবেন, তখন বুঝতে পারবেন যে, কতটা ভয়ানক মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এগুলোকে জাদুঘরে রূপান্তরের লক্ষ্য রয়েছে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনা ভারত ও আন্তর্জাতিক আইনের উপর নির্ভর করছে বলে জানান প্রধান উপদেষ্টা। শেখ হাসিনা বাংলাদেশে আসুক আর না আসুক, তাকে বিচারের মুখোমুখি হতেই হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।