গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনুসের পূর্বদিকে ইসরাইলি বিমান হামলায় অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই দিনে গাজা সিটির জেইতুন এলাকা ও রাফাহ সংলগ্ন এলাকায়ও হামলা চালানো হয়। যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি বাহিনী ‘ইয়োলো লাইন’-এর আশপাশে নিয়মিত অভিযান চালাচ্ছে বলে স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন। এদিকে টানা ভারি বৃষ্টিতে গাজার হাজারো অস্থায়ী আশ্রয়কেন্দ্র প্লাবিত হয়েছে, ফলে বাস্তুচ্যুত মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, গত দুই বছরের নির্বিচার বোমাবর্ষণে যাদের ঘরবাড়ি ধ্বংস হয়েছে, এমন প্রায় ১৩ হাজার পরিবার এখন ঠান্ডা ও বন্যার মধ্যে অপ্রতুল আশ্রয়ে দিন কাটাচ্ছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজার ৮০ শতাংশের বেশি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। ইসরাইল জরুরি আশ্রয়সামগ্রী প্রবেশে বাধা দিচ্ছে, যা মানবিক সংকটকে আরও গভীর করছে।