ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বুদাপেস্টে সম্ভাব্য বৈঠক অনিশ্চিত হয়ে পড়েছে। মঙ্গলবার ক্রেমলিন জানায়, বৈঠকের কোনো নির্দিষ্ট সময়সূচি এখনো নির্ধারিত হয়নি এবং প্রস্তুতির জন্য আরও সময় লাগবে। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, বৈঠক আয়োজনের আগে “গুরুত্বপূর্ণ প্রস্তুতি” প্রয়োজন। মার্কিন গণমাধ্যমের খবর অনুযায়ী, যুদ্ধবিরতির শর্ত নিয়ে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে মতভেদ রয়ে গেছে। রাশিয়ার উপ–পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ মন্তব্য করেছেন, বৈঠকের বিস্তারিত প্রস্তুতি আলোচনা করার সময় এখনো আসেনি। অন্যদিকে, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সম্প্রতি মার্কিন সিনেটর মার্কো রুবিওর সঙ্গে ফোনে কথা বলেন, যেখানে কিছু মতপার্থক্য প্রকাশ পায়। তবে ল্যাভরভ জানান, আলাস্কার বৈঠকে যেসব সমঝোতা হয়েছিল তা অপরিবর্তিত রয়েছে এবং সেগুলোর বাস্তবায়নই এখন মস্কোর প্রধান অগ্রাধিকার।