রোববার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ২০ জেলেসহ এফবি মায়ের দোয়া নামের একটি মাছধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে বঙ্গোপসাগরের পাইপ বয়া সংলগ্ন এলাকা থেকে সেই ট্রলারের ১৩ জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে জেলেরা। এর আগে, বুধবার সকালে পায়রা বন্দরের ২০ কিলোমিটার গভীর সাগর থেকে আরেকজন জেলেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনো ৬ জন জেলে নিখোঁজ রয়েছেন। উদ্ধার হওয়া জেলেদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রলার ডুবে গেলে তারা প্লাষ্টিকের পানির ড্রাম নিয়ে সমুদ্রে দুইদিন ভেসে ছিলেন। নিখোঁজ জেলেরা হলেন, আবু তাহের (৫৫), কামাল (৩৫), রিয়াজ উদ্দিন (২২), তমিজ (১৮), সোহাগ (২০) ও শাহাবুদ্দিন (৪৫)। নৌপুলিশ জানায়, নিখোজ জেলেদের উদ্ধারের জন্য কোষ্টগার্ডকে অবহিত করা হয়েছে।