জুলাই গণঅভ্যুত্থয়ের সময় সংঘটিত গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আরও দুইজনের বিরুদ্ধে আজ রায় ঘোষণা করবে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। প্রসিকিউটর গাজী মোনাওয়ার হোসাইন তামিম জানিয়েছেন, পলাতক আসামি শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান দোষী সাব্যস্ত হলে তারা আপিল করতে পারবেন না, কারণ আইন অনুযায়ী কেবল গ্রেফতার আসামিরাই ত্রিশ দিনের মধ্যে আপিল করতে পারেন। মামলার একমাত্র গ্রেফতার আসামি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন দোষ স্বীকার করে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। তিনি জানান, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্র আন্দোলন দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়েছিল। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, হাসিনার নির্দেশে ২০২৪ সালের জুলাই-আগস্টে দেড় হাজার নিরীহ মানুষ নিহত ও ৩০ হাজার আহত হয়। ট্রাইব্যুনাল জানিয়েছে, লিঙ্গ বা অবস্থান নয়, অপরাধের গুরুত্ব অনুযায়ীই শাস্তি নির্ধারিত হবে।