রাজশাহীর বাগমারা উপজেলায় পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যার ঘটনায় পলাতক আসামি সাগর প্রামাণিক (৩৩) কে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাতে নওগাঁর আত্রাই উপজেলার গোয়ালবাড়ী এলাকা থেকে র্যাব-৫ এর একটি দল তাকে আটক করে। গত ৪ এপ্রিল রনশিবাড়ি গ্রামে টাকা ছিনিয়ে নিতে গিয়ে আমিনুল ইসলাম আবদুর রাজ্জাককে ছুরিকাঘাত করে হত্যা করেন। পরে উত্তেজিত জনতা আমিনুলকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়, কিন্তু পরে তারা পুলিশের ওপর হামলা চালিয়ে আমিনুলকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যা করে। এতে সাতজন পুলিশ সদস্য আহত হন। বুধবার র্যাব জানায়, ঘটনার পর বাগমারা থানা মামলা করে এবং এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।