Web Analytics
শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পরপর চারটি গাড়ির সংঘর্ষে এক নারী ও তার শিশুকন্যা নিহত হয়েছেন। নিহতরা হলেন ফেনী জেলার জিসান কবির টিপুর স্ত্রী সাদিয়া কবির (৩৭) এবং তাদের ১০ মাস বয়সি শিশুকন্যা তাজরিয়া কবির পিয়ম। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাদিয়া কবির টাঙ্গাইলে একটি বিয়ের অনুষ্ঠান শেষে প্রাইভেট কারে করে ঢাকার মিরপুরে ফিরছিলেন। গোড়াই ফ্লাইওভারের পূর্বপাশে পৌঁছালে তাদের গাড়িটি সামনে থাকা ট্রাককে ধাক্কা দেয়।

এরপর পেছন থেকে আরেকটি প্রাইভেট কার তাদের গাড়িকে ধাক্কা দেয় এবং একই সময়ে একটি বাস লাল প্রাইভেটকারটিকে আঘাত করে। এতে সাদা প্রাইভেটকারে থাকা সাদিয়া কবির ও তার শিশুকন্যা ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর মহাসড়কে যানজট সৃষ্টি হলে পুলিশ রেকারের মাধ্যমে গাড়িগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছেন।

গোড়াই হাইওয়ে থানার ওসি সোহেল সারোয়ার জানান, চারটি পরিবহন পর্যায়ক্রমে ধাক্কা দেয়ায় দুইজন যাত্রী নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Card image

Related Videos

logo
No data found yet!