পাবনার ঈশ্বরদী এক্সপোর্ট প্রসেসিং জোনে (ইপিজেড) হাইজিংটন চায়না চুল কোম্পানিতে অক্সিজেন সংকটের কারণে ৩৫ জন নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার (১৫ নভেম্বর) দুপুরের দিকে কারখানার চতুর্থ তলার এসি দীর্ঘ সময় বন্ধ থাকায় অক্সিজেনের মাত্রা কমে যায়। এতে ৩৪ জন গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে ১৫ জনকে বেপজা হাসপাতালে ও বাকিদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে বেপজা হাসপাতালের ১৫ জনকেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়। কোম্পানির প্রশাসন জানায়, এসি বন্ধ থাকায় অক্সিজেনের ঘাটতি দেখা দেয় এবং কয়েকজন অসুস্থ হয়ে পড়লে আতঙ্কে অন্যরাও অসুস্থ হয়ে পড়েন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আলী এহসান জানান, রোগীরা চিকিৎসাধীন আছেন এবং বড় ধরনের কোনো দুর্ঘটনার আশঙ্কা নেই।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।