বিএনপি নেতা সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, যারা বলে নির্বাচন করতে দেবে না- এটা কিন্তু জনগণের বিপক্ষের কথা এবং যে ফ্যাসিবাদী মানসিকতা, চরিত্র সেটা তারা ফুটিয়ে তুলছে। এই বাংলাদেশের মানুষ বিগত ১৭ বছর আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিবাদের বিদায় করেছে, এমন মানসিকতাই কিন্তু সাধারণ মানুষ চায়। সবাই চায় একটি সুষ্ঠু, অবাধ নির্বাচন এবং নিরপেক্ষ নির্বাচন ও নির্বাচনের মাধ্যমে তার পছন্দের প্রার্থীকে বেছে নেবে। সেই ব্যবস্থা করার দায়িত্ব হচ্ছে এই সরকারের। ডাকসু ও জাকসু প্রসঙ্গে টুকু বলেন, আপনারা দেখেছেন যে উগ্র সংগঠন- তাদের সাবেক সংগঠন ও তাদের সাবেক রূপ চেঞ্জ করে কাজ করছে এবং তাই অনিয়মের পথ বেছে নেয়। আরো বলেন, টাঙ্গাইলে প্রশাসনের ব্যর্থতার কারণে মগড়া ইউনিয়নের সাধারণ সম্পাদকের স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। জড়িতদের দ্রুত গ্রেফতার করবে পুলিশ এমনটাই প্রত্যাশা।