বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় তিন শিক্ষককে বরখাস্ত ও পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে। গত ২ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৪৪তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. অনীক কৃষ্ণ কর্মকারকে তিন বছরের জন্য সাময়িক বরখাস্ত ও দশ বছর পরীক্ষা-সংক্রান্ত কাজ থেকে বিরত রাখা হয়েছে। পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. প্রভাষ কুমার কর্মকার এবং ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হেদায়েত উল্লাহকেও বরখাস্ত করা হয়েছে। দুই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল, একজনকে স্থায়ীভাবে বহিষ্কার এবং আরও দুইজনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। অভিযোগগুলোর মধ্যে অনৈতিক সম্পর্ক ও চাঁদাবাজির ঘটনাও রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বরখাস্তকৃত দুই শিক্ষকের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে নেওয়া হবে। শিক্ষার্থীদের নাম গোপন রাখা হয়েছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।