ইউক্রেন শান্তির বিনিময়ে রাশিয়াকে কোনো ভূখণ্ড দিতে রাজি নয় বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রি ইয়েরমাক। দ্য আটলান্টিককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, জেলেনস্কি যতদিন প্রেসিডেন্ট থাকবেন, ততদিন তিনি কোনো ভূখণ্ড হস্তান্তরে স্বাক্ষর করবেন না। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক ঘোষণার পর ইয়েরমাকের এই মন্তব্য আসে। পুতিন সতর্ক করে বলেছেন, ক্রেমলিনের দাবি করা অঞ্চলগুলো থেকে ইউক্রেনীয় সেনা প্রত্যাহার না হলে যুদ্ধ বন্ধ হবে না। বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে, যার মধ্যে ক্রিমিয়া ও ডনবাস অঞ্চল রয়েছে। এই দখলকৃত এলাকা শান্তি আলোচনার প্রধান বাধা হিসেবে রয়ে গেছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা চললেও কিয়েভের অবস্থান স্পষ্ট—দখলকৃত কোনো ভূখণ্ড রাশিয়াকে দেওয়া হবে না। জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়া প্রকৃত শান্তি প্রচেষ্টাকে উপেক্ষা করছে।