Web Analytics
প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ডাকসু ও হল সংসদ নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে ধন্যবাদ জানানো হয়েছে উপদেষ্টা পরিষদ পক্ষ থেকে। প্রেস সচিব জানান, স্থানীয় সরকার বিকেন্দ্রীকরণ ও শক্তিশালী করণে জোর দিয়েছে প্রধান উপদেষ্টা। পুলিশের স্বাধীন তদন্ত কমিশন করতে বলা হয়েছে। নেপাল থেকে জাতীয় ফুটবল দল ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। এমনকি নেপালে বাংলাদেশি যারা আছেন, তারা ভালো আছেন। তিনি জানান, মেডিকেল কলেজে শিক্ষার মান উন্নীতকরণে আলোচনা হয়েছে। ৫১টি সংস্কার বাস্তবায়িত হয়েছে। ২৪৬টি বাস্তবায়নাধীন। উপদেষ্টারা নিজেরা নানা ধরনের কাজ করছেন। এনবিআর, ব্যাংকিংসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ হয়েছে। আরও জানান, সমুদ্রগামী জাহাজের ধারণক্ষমতা ৫০০০ ডেডওয়েট টন পর্যন্ত কর অব্যাহতি দেয়া হয়। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা সম্পর্কিত সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টার অংশগ্রহণ অবহিত করা হয়। ১৫ তারিখ ওআইসি বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা অংশগ্রহণ করবেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।