বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া হার্ট ও ফুসফুসে সংক্রমণজনিত জটিলতায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী জানান, গত কয়েক মাস ধরে তিনি ঘন ঘন অসুস্থ হচ্ছিলেন এবং এবার একসঙ্গে হার্ট ও ফুসফুসে ইনফেকশন দেখা দেওয়ায় শ্বাসকষ্ট বেড়ে যায়। খালেদা জিয়ার হার্টে আগে থেকেই পেসমেকার ও রিং বসানো রয়েছে। বর্তমানে তিনি ২৪ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা যুক্ত আছেন। প্রাথমিক পরীক্ষার পর তাঁকে অ্যান্টিবায়োটিকসহ জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আগামী ১২ ঘণ্টা তাঁর শারীরিক অবস্থার জন্য গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, সর্বোচ্চ সতর্কতার সঙ্গে চিকিৎসা চলছে এবং আপাতত উদ্বেগজনক কোনো পরিস্থিতি নেই।