গত জুলাই আগস্ট বন্যায় ক্ষতিগ্রস্ত ১ লাখ ৩৪ হাজার কৃষক পুনর্বাসনে কৃষি মন্ত্রণালয়ের প্রণোদনা কৃষকের কাছে পৌঁছে যাচ্ছে বিকাশে। এজেন্ট পয়েন্ট থেকে ৭ টাকায় ক্যাশাউট করার সুবিধাও পাবেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় সাত জেলার ৫৬টি উপজেলার ক্ষতিগ্রস্ত কৃষকরা ঘরে বসেই পাচ্ছেন এই সুবিধা। গত বছরের আকস্মিক বন্যায় চট্রগ্রাম, সিলেট, নোয়াখালী, কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত হন বহু কৃষক। বিকাশ বলছে, কৃষি মন্ত্রণালয় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের এমএফএস-এর মাধ্যমে মূলত এক হাজার টাকা করে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নেয়। আশা করছেন ক্ষতি পুষিয়ে নিতে বীজ ও সার প্রদানে এই টাকা সহযোগিতা করবে।