Web Analytics
শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত জীবিত গ্রেফতারের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটি বলেছে, কোনো বন্দুকযুদ্ধের নাটক নয়, খুনিদের জীবিত অবস্থায় আইনের আওতায় আনতে হবে। রোববার রাতে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

এর আগে, হত্যাকাণ্ডের প্রতিবাদে সোমবার বিকেল ৩টায় শাহবাগের শহীদ হাদি চত্বর থেকে শহীদ মিনার পর্যন্ত বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি। অন্যদিকে, মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান রাহুলের দেশত্যাগে আদালত নিষেধাজ্ঞা জারি করেছে। একই দিনে সিআইডি জানায়, মাসুদ ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাবে ১২৭ কোটির বেশি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

ঘটনাটি নিয়ে জনমনে উদ্বেগ বাড়ছে। নাগরিক সমাজ ও মানবাধিকার সংগঠনগুলো স্বচ্ছ তদন্ত ও বিচার প্রক্রিয়া নিশ্চিতের আহ্বান জানিয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!