যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি শুক্রবার হোয়াইট হাউসে বৈঠকে বসছেন। নির্বাচনে জয়ের পর এটি হবে মামদানির সঙ্গে ট্রাম্পের প্রথম সাক্ষাৎ। বৈঠকে জননিরাপত্তা, জীবনযাত্রার ব্যয় ও অর্থনৈতিক নিরাপত্তা নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন মামদানি। সাম্প্রতিক নির্বাচনী প্রচারণায় দুজনের মধ্যে তীব্র বাকযুদ্ধ হলেও এই বৈঠককে উভয় পক্ষই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। ৩৪ বছর বয়সী মামদানি নয় পয়েন্টের ব্যবধানে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমোকে পরাজিত করে জাতীয় পর্যায়ে আলোচনায় আসেন। ট্রাম্প এক বিবৃতিতে তাকে ‘কমিউনিস্ট মেয়র’ বলে উল্লেখ করেন। মামদানি বলেছেন, নিউইয়র্কবাসীর স্বার্থে যেকোনো বিষয়ে তিনি প্রেসিডেন্টের সঙ্গে কাজ করবেন, তবে শহরের ক্ষতি হলে তা প্রকাশ্যে বলবেন। মামদানির মুখপাত্র জানান, নতুন প্রশাসনের জন্য প্রেসিডেন্টের সঙ্গে এমন বৈঠক স্বাভাবিক প্রক্রিয়া।