আগামী মাসে অনুষ্ঠিতব্য ‘ভিক্টরি ডে’ প্যারেডের প্রস্তুতি নিচ্ছে চীন। শি জিনপিংয়ের সাথে এবার একই মঞ্চে দেখা যাবে ভ্লাদিমির পুতিন এবং কিম জং উন’কে। এতে যোগ দেবেন মোট ২৬ দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। ১০ হাজার সামরিক সদস্যের কুচকাওয়াজের পাশাপাশি দেখা মিলবে বেইজিংয়ের ভাণ্ডারের অত্যাধুনিক সব সমরাস্ত্রের। মূলত আগামী ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে চীনের ভিক্টরি ডে প্যারেড। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান এবং জাপানের আত্মসমর্পণের ৮০ বছর পূর্তি উপলক্ষে এবার আয়োজনের কোনো কমতিই নেই। ধারণা করা হচ্ছে, এরমধ্য দিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক কোনো অঙ্গনে বিশ্বনেতাদের সাথে মিলিত হবেন কিম। তবে, নিমন্ত্রিত হলেও বেইজিং যাচ্ছেন না দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জায়ে মিয়ং। অনেকটা নিশ্চিত ইরান, ইন্দোনেশিয়া ও বেলারুশের প্রেসিডেন্টের অংশগ্রহণ। থাকবেন পাকিস্তানের প্রধানমন্ত্রীও।