সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেবে না অন্তর্বর্তীকালীন সরকার, বলেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, পে-স্কেল নিয়ে কিছু বিভ্রান্তি রয়েছে। দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের দাবি ছিল পে কমিশন গঠন করার। সেই কমিশন গঠন করা হয়েছে এবং রিপোর্ট জমা দেওয়া হয়েছে, তবে বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। অন্তর্বর্তী সরকারের মেয়াদে মাত্র ১৫ দিন বাকি থাকায় এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হবে না। রিপোর্ট পরীক্ষার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে, তবে বাস্তবায়ন পরবর্তী সরকারের ওপর নির্ভর করবে।
ঘোষণা দেওয়া হলেও বাস্তবায়ন না করার কারণ জানতে চাইলে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার সীমিত সময়ের জন্য কাজ করছে এবং পরবর্তী সরকার যাতে উপকৃত হয়, সে লক্ষ্যেই প্রস্তুতিমূলক কাজ করা হচ্ছে।