Web Analytics
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুবকর সরকারের একটি দাপ্তরিক চিঠি প্রকাশ পাওয়ার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন। রোববার দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিও বার্তায় তিনি প্রশ্ন তোলেন, একজন ইউএনও যদি নিজের দপ্তরের চিঠির গোপনীয়তা ২৪ ঘণ্টাও রক্ষা করতে না পারেন, তাহলে তিনি কীভাবে নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। তিনি ভোটের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।

রুমিন ফারহানা জানান, ১৩ জানুয়ারি ২০২৬ তারিখে তিনি নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের একাধিক অভিযোগ ইউএনও ও জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিলেও এখনো কোনো অগ্রগতি বা পদক্ষেপ সম্পর্কে তাকে জানানো হয়নি। তার অভিযোগ, বিএনপি সমর্থিত জোটের প্রার্থী প্রতিদিন মাইকিং ও বড় জনসভা করছেন, কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।

তিনি আরও উল্লেখ করেন, আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নিরাপত্তাজনিত কারণে বাইরে রাখা ম্যাজিস্ট্রেটের গাড়ির দিকে অশোভন ইঙ্গিত প্রদর্শন করেছেন।

Card image

Related Videos

logo
No data found yet!