ভারত-পাকিস্তান যুদ্ধ উত্তেজনার টানা ১৩ দিন পর ভারতের প্রধান বিরোধীদলীয় নেতা কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে বললেন, জম্মু-কাশ্মীরে হামলার খবর আগেই জানতেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘তিন দিন আগেই গোয়েন্দারা প্রধানমন্ত্রীকে হামলার খবর দিয়েছিলেন। সেই মতো নিজের সফরও বাতিল করেছিলেন তিনি। কিন্তু হামলা রুখতে কোনো পদক্ষেপ নেয়নি কেন্দ্র।’ এদিকে ১৯৭১ সালের পর আবারও ভারতজুড়ে শুরু হলো এক বিশাল যুদ্ধের মহড়া। রাজ্যে রাজ্যে, শহর থেকে গ্রামে আজ থেকে একযোগে চলবে এ মহড়া। শেষ হবে ৯ মে। এতে অংশ নেবে চার লাখেরও বেশি সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবক।