Web Analytics
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রে ফিরে যেতে হলে ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতাকে মূল্য দিতে হবে। শুক্রবার ঢাকায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) দ্বিবার্ষিক সম্মেলনে তিনি বলেন, ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে জাতি একটি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে চায়। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, দেশে এখন ভিন্নমত পোষণ করলেই তাকে শত্রু মনে করা হয় এবং মিথ্যা অপপ্রচার চালানো হয়। সাংবাদিকদের উদ্দেশে ফখরুল বলেন, তাদের উচিত রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে পেশাগত দায়িত্ব ও দাবি-দাওয়ায় মনোযোগী থাকা। তিনি অভিযোগ করেন, গত ১৫ বছরে সরকার পরিকল্পিতভাবে গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ন করেছে। সম্মেলনে দেশের ১৮টি অঙ্গ ইউনিয়নের প্রতিনিধিরা অংশ নেন এবং বিকেলে সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়।

Card image

Related Videos

logo
No data found yet!