গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আয়োজিত মতবিনিময় সভায় বিগত সময়ে গুমের সঙ্গে জড়িতদের বিচারসহ পাঁচ দফা দাবি জানিয়েছে মানবাধিকার সংস্থা অধিকার। অধিকারের প্রেসিডেন্ট তাসকিন ফাহমিনা বলেন, গুম একটি মানবতাবিরোধী অপরাধ। মুক্তিযুদ্ধের পরে স্বাধীন বাংলাদেশে সেক্টর কমান্ডার মেজর জলিলসহ অনেকেই গুম হন। এছাড়া ১৯৯৬ সালে কল্পনা চাকমাকে নিরাপত্তা বাহিনীর সদস্য কর্তৃক গুম করার অভিযোগ আছে। ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে অধিকার’র ডকুমেন্টেশন অনুযায়ী ৭৩০ জন গুম হয়েছেন। এদের মধ্যে ৮৩ জনকে গুমের পর বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে এবং ১৬২ জনকে আজও পাওয়া যায়নি। মূল সংখ্যা আরো বেশি হবে!
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।