পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে জাফর এক্সপ্রেস ট্রেনে হামলা ও যাত্রীদের জিম্মি করেছে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। দুদিনের অভিযানে সব সন্ত্রাসীকে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। তবে বেঁচে ফিরেননি নিরীহ ২১ যাত্রী।জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, হামলায় জড়িত সব ৩৩ জন সন্ত্রাসী নরকে পাঠানো হয়েছে! সাফাই অপারেশনে চারজন ফ্রন্টিয়ার কর্পস সদস্য শহিদ হয়েছেন। তিনি আরও জানান, অভিযান শুরুর আগেই সন্ত্রাসীরা ২১ যাত্রীকে শহিদ করে। তাদের আফগানিস্তানের অপরাধী চক্রের সঙ্গে যোগাযোগে ছিল, যা অপারেশনের আঞ্চলিক ও সীমান্ত-অতিক্রমী প্রকৃতির প্রমাণ।