বগুড়ার অর্থঋণ আদালত বিসিক শিল্প নগরীর জয় ফ্লাওয়ার মিলসের মালিক অরবিন্দ সাহার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে। সাড়ে ৩১ কোটি টাকার বেশি ঋণ খেলাপি মামলার প্রেক্ষিতে বিচারক মো. আহসান হাবিব এই আদেশ দেন। আদালতের নির্দেশে ইমিগ্রেশন পুলিশকে জানানো হয়েছে যাতে আদালতের অনুমতি ছাড়া তিনি দেশত্যাগ করতে না পারেন। অরবিন্দ সাহা একটি বেসরকারি ব্যাংকের বগুড়া শাখার এসএমই ইউনিট থেকে ব্যবসার জন্য ঋণ নিয়েছিলেন, যা সুদসহ ৩১ কোটি ৫৫ লাখ টাকায় পৌঁছায়। ঋণ পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ অরবিন্দ সাহা, তার স্ত্রী সন্ধ্যা রানী সাহা, ছেলে জয় কুমার সাহা এবং বিসিক শিল্প নগরীর এক উপ-মহাব্যবস্থাপকের বিরুদ্ধে অর্থ ডিক্রি মামলা দায়ের করে। শুনানি শেষে আদালত অরবিন্দ সাহার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে।