Web Analytics
ইরানে ইন্টারনেট সংযোগ বন্ধের পর এবার দেশটির বিভিন্ন অঞ্চলে মোবাইল ফোন সেবাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, শুক্রবার (৯ জানুয়ারি) থেকে বহু এলাকায় মোবাইল নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পরপরই মোবাইল সেবায় সমস্যা দেখা দেয়। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ইরান সরকার কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

গত ২৮ ডিসেম্বর জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। প্রথমে তেহরানের গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে আন্দোলনে নামেন, পরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে যোগ দেন। টানা ১২ দিন ধরে চলমান এই বিক্ষোভ বৃহস্পতিবার রাতে আরও তীব্র আকার ধারণ করে, রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে।

মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, সহিংসতায় এখন পর্যন্ত অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান সরকার বিক্ষোভকারীদের হত্যা অব্যাহত রাখলে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করতে পারে।

Card image

Related Videos

logo
No data found yet!