Web Analytics
আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করতে দেশব্যাপী ব্যাপক প্রচারণা শুরু করেছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)। মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান উপস্থিত ছিলেন। প্রচারণার লক্ষ্য গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণকে ‘হ্যাঁ’ ভোটে উদ্বুদ্ধ করা।

কর্মসূচির অংশ হিসেবে আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে ৩ কোটি ৭২ লাখ গ্রাহকের কাছে ‘দেশের চাবি আপনার হাতে’ শীর্ষক লিফলেট পৌঁছে দেওয়া হবে, যেখানে ‘হ্যাঁ’ ভোটের যৌক্তিকতা তুলে ধরা হবে। এছাড়া ১৮ লাখ প্রিপেইড গ্রাহক নিয়ে অঞ্চলভিত্তিক বৈঠক, প্রত্যন্ত অঞ্চলে মাইকিং, ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ফেসবুক পেজে প্রচারণা এবং দেশব্যাপী আরইবি ভবনে ব্যানার প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। অধ্যাপক আলী রীয়াজ বলেন, জনগণ একটি গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ চায় এবং সে লক্ষ্য অর্জনে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দিতে উদ্বুদ্ধ করতে হবে।

সভায় বিশেষ সহকারী মনির হায়দার, বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজ ও আরইবি চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিম উপস্থিত ছিলেন। জুমের মাধ্যমে মাঠ পর্যায়ের ৪১৭ জন কর্মকর্তা বৈঠকে যুক্ত হন।

Card image

Related Videos

logo
No data found yet!