লিবিয়ার আজদাবিয়া শহরে মানবপাচারকারীদের হাতে জিম্মি থাকা শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। লিবিয়ার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের বিবৃতিতে জানানো হয়, পাচারকারীরা পাঁচ নারীসহ শতাধিক মানুষকে আটক রেখে মুক্তিপণ দাবি করছিল এবং তাদের ওপর শারীরিক নির্যাতন চালানো হচ্ছিল। এ ঘটনায় লিবিয়া, সুদান ও মিসরের নাগরিক পাঁচ পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। জিম্মিদের জাতীয়তা বা কতদিন ধরে আটক রাখা হয়েছিল, তা এখনো প্রকাশ করা হয়নি। ইউরোপে পাড়ি জমানোর চেষ্টায় লিবিয়া দীর্ঘদিন ধরেই একটি ঝুঁকিপূর্ণ ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। জাতিসংঘের তথ্যমতে, ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত লিবিয়ায় অবস্থানরত অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা ৮ লাখ ২৫ হাজার ছাড়িয়েছে।