বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা ২২ জানুয়ারি সিলেট থেকে শুরু করবেন। বিএনপি সূত্র জানায়, তিনি প্রথমে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন এবং পরে সুনামগঞ্জে জনসভার মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম ঢাকার বাইরের সফর এবং ১৯ বছর পর তিনি সিলেট যাচ্ছেন।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, বিএনপির প্রথা অনুযায়ী মাজার জিয়ারতের পর তারেক রহমান সরাসরি সুনামগঞ্জে যাবেন এবং বিকেলে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। তিনি বলেন, খালেদা জিয়াও প্রচারণার আগে ওলি-আওলিয়ার মাজার জিয়ারত করতেন, সেই ধারা অব্যাহত রাখছেন তারেক রহমান।
সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন জানান, তারেক রহমান সুনামগঞ্জের বালুর মাঠে প্রধান জনসভায় বক্তব্য রাখবেন এবং ফেরার পথে শান্তিগঞ্জ, ছাতকের গোবিন্দগঞ্জ পয়েন্ট ও বিশ্বনাথের লামাকাজী পয়েন্টে পথসভায় অংশ নেবেন। ঢাকা ফেরার পথে হবিগঞ্জেও একটি জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে।