Web Analytics
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৬ ও ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটে (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) ৮৬০টি আসনের বিপরীতে ৭২ হাজার ৪৭৪ জন আবেদন করেছে, আর ‘সি’ ইউনিটে (বাণিজ্য অনুষদ) ৫২০টি আসনের বিপরীতে আবেদন করেছে ২০ হাজার ৫৩৭ জন। প্রতিটি পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হবে।

‘এ’ ইউনিটের পরীক্ষা ১২টি কেন্দ্রে হবে, যার মধ্যে তিনটি কেন্দ্র ঢাকার বাইরে—কুমিল্লা, খুলনা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ঢাকার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ নয়টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। ‘সি’ ইউনিটের পরীক্ষা ঢাকার চারটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষার মোট নম্বর ১০০, যার মধ্যে ৭২ নম্বর এমসিকিউ এবং ১৮ নম্বর এসএসসি ও এইচএসসি ফলাফলের ওপর নির্ভর করবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং ঢাকার বাইরে কেন্দ্র স্থাপন করা হয়েছে পরীক্ষার্থীদের সুবিধার জন্য। জানুয়ারিতে অন্যান্য অনুষদের ভর্তি পরীক্ষাও অনুষ্ঠিত হবে।

Card image

Related Videos

logo
No data found yet!