পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রাহুল ইসলাম নামে এক মুসলিম যুবককে ওড়িশার গঞ্জাম জেলায় মারধর করে ‘জয় শ্রীরাম’ ও ‘ভারতমাতা কি জয়’ বলতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় কিছু হিন্দুত্ববাদী ব্যক্তি তার পরিচয়পত্র যাচাই করে ভুয়া বলে দাবি করেন এবং তাকে ‘বাংলাদেশি’ ও ‘রোহিঙ্গা’ বলে অপমান করেন। এ ঘটনায় পরিযায়ী শ্রমিক সংগঠনগুলো ওড়িশা পুলিশ, জাতীয় সংখ্যালঘু কমিশন ও মানবাধিকার কমিশনে অভিযোগ জানিয়েছে। ওড়িশা সরকার সম্প্রতি জানিয়েছে, রাজ্যে ৩,৭৪০ জন অবৈধ বাংলাদেশিকে শনাক্ত করা হয়েছে, যার পর থেকেই পরিচয় যাচাই অভিযান জোরদার হয়েছে। শ্রমিক সংগঠনগুলোর দাবি, গত ১০ দিনে ৩০০-র বেশি পরিযায়ী শ্রমিককে আটক রাখা হয়েছে। তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র এ ঘটনায় পুলিশের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন। রাহুল ইসলাম আহত হয়ে চিকিৎসা নেন এবং পরে নিরাপত্তাহীনতার কারণে মুর্শিদাবাদে ফিরে যান। পুলিশ দাবি করেছে, পরিচয় যাচাই চলছে, কাউকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়নি।