Web Analytics
যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত পাঁচ শতাধিক মানুষ নিহত হয়েছেন। সংস্থাটি রোববার (১১ জানুয়ারি) জানায়, ইরানের ভেতরে ও বাইরে থাকা তাদের কর্মীদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই করে গত দুই সপ্তাহে ৪৯০ জন বিক্ষোভকারী ও ৪৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। একই সময়ে ১০ হাজার ৬০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করেছে তারা।

গত ২৮ ডিসেম্বর দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া এই বিক্ষোভ অল্প সময়ের মধ্যেই ব্যাপক সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়, যা ২০২২ সালের পর সবচেয়ে বড় আন্দোলন হিসেবে দেখা হচ্ছে। ইরান সরকার অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল এই আন্দোলনে ইন্ধন দিচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে সতর্ক করেছে যে অতিরিক্ত বলপ্রয়োগ হলে তারা হস্তক্ষেপ করতে পারে। তেহরান পাল্টা হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্র হামলা চালালে কঠোর জবাব দেওয়া হবে।

ইরান সরকার এখনো কোনো আনুষ্ঠানিক হতাহতের পরিসংখ্যান প্রকাশ করেনি। রয়টার্স জানিয়েছে, তারা এইচআরএএনএর তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার গত বৃহস্পতিবার থেকে প্রায় সব ধরনের ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে, ফলে নির্ভরযোগ্য তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!