আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা গণহত্যা মামলায় বেলজিয়াম আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে। আদালত জানিয়েছে, ২৩ ডিসেম্বর বেলজিয়াম আদালতের সংবিধানের ৬৩ অনুচ্ছেদ অনুযায়ী তার ঘোষণাপত্র জমা দেয়। এই অনুচ্ছেদ অনুযায়ী, কোনো রাষ্ট্র যদি সংশ্লিষ্ট চুক্তির ব্যাখ্যায় স্বার্থবান্ধব হয়, তবে সে মামলায় অংশ নিতে পারে। এর আগে ব্রাজিল, কলম্বিয়া, আয়ারল্যান্ড, মেক্সিকো, স্পেন ও তুরস্কসহ কয়েকটি দেশ মামলায় যোগ দিয়েছে।
আদালত দক্ষিণ আফ্রিকা ও ইসরাইলকে বেলজিয়ামের হস্তক্ষেপ বিষয়ে লিখিত পর্যবেক্ষণ দিতে আমন্ত্রণ জানিয়েছে। দক্ষিণ আফ্রিকা ২০২৩ সালের ২৯ ডিসেম্বর মামলাটি দায়ের করে, যেখানে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের কর্মকাণ্ডকে গণহত্যা কনভেনশন লঙ্ঘন হিসেবে অভিযোগ করা হয়। এরপর আদালত ইসরাইলকে গণহত্যা প্রতিরোধে পদক্ষেপ নিতে একাধিক অস্থায়ী নির্দেশ জারি করেছে।
বিশ্লেষকদের মতে, বেলজিয়ামের অংশগ্রহণ মামলাটির কূটনৈতিক গুরুত্ব বাড়িয়েছে এবং গাজা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক নজরদারি আরও তীব্র করেছে।