মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, বিভিন্ন সময়ে স্বার্থান্বেষী মহল আলেমদের, ইসলামী নামের দলকে মুখরোচক বক্তব্যের মাধ্যমে বোকা পেয়ে ধোঁকা দিয়ে সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে। বারবার প্রতারিত করেছে। দেশের টাকা পাচার করেছে, মায়েদের বুক খালি হয়েছে। আমাদের গুম, খুন করা হয়েছে। এর পরিবর্তন আমাদের করতে হবে। তিনি বলেন, যারা এখন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, ইসলামী আন্দোলনকে বাইপাস করে সংসদে যাওয়ার সুযোগ নাই। ৫৩ বছর অনেক নিষ্পেষিত হয়েছি, আর হতে চাই না। তিনি বলেন, বিগত ৫৩ বছরে যারা ক্ষমতায় ছিল, তারা জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে। তাই জনগণের ইচ্ছাকে সঠিকভাবে প্রতিফলিত করতে ইসলামী আন্দোলন বাংলাদেশকে চায় দেশের জনগণ। এছাড়া বলেন, একবারও দলের কেউ সংসদে যায়নি বলে দল দুর্বল নয়!