কিশোরগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। এ নিয়ে নিকলীর এসিল্যান্ড প্রতীক দত্ত জানান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম সোহেলের অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে ঘোড়াউত্রা নদীতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এসময় ড্রেজারসহ রিপন মিয়া নামের একজনকে আটক করে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে আজ অভিযোগকারী এবং অভিযুক্তের পক্ষে ওয়ার্ড বিএনপির সভাপতি গিয়াস উদ্দিনের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।