মার্কিন বিশেষ দূত টম ব্যারাক ঘোষণা করেছেন যে সিরিয়া আইএস, ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস, হামাস ও হিজবুল্লাহর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সক্রিয়ভাবে সহায়তা করবে। এই ঘোষণা আসে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার ঐতিহাসিক হোয়াইট হাউস সফরের পর, যা ১৯৪৬ সালের পর প্রথম কোনো সিরিয়ান নেতার সফর। সিরিয়া এখন আইএসবিরোধী মার্কিন নেতৃত্বাধীন জোটের ৯০তম সদস্য। ব্যারাক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, তুরস্কের হাকান ফিদান ও সিরিয়ার আসাদ আল-শাইবানির সঙ্গে বৈঠকে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-কে নতুন প্রতিরক্ষা ও নাগরিক কাঠামোয় অন্তর্ভুক্তির বিষয়ে আলোচনা করেন। আলোচনায় তুরস্ক, ইসরায়েল ও লেবাননের সম্পর্ক পুনর্গঠনের বিষয়ও উঠে আসে। ব্যারাক মার্কিন কংগ্রেসকে সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান। তবে শারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা নাকচ করেছেন।