ইরানের স্বাস্থ্য মন্ত্রনালয় জানিয়েছে, ইরানে দু’সপ্তাহ ধরে চলা ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ৬২৭ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন চার হাজার ৮৭০ জন। তেহরান এবং কেরমানশাহতে সবচেয়ে বেশি সংখ্যক হতাহতের শিকার হয়েছে। এছাড়া ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে খুজেস্তান, লোরেস্তান, ইসফাহান, মারকাজি, পূর্ব আজারবাইজান, হামেদান, জানজান এবং গিলান প্রদেশ। জানা গেছে, নিহতদের মধ্যে ৮৬ দশমিক ১ শতাংশ ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন আর ১৩.৯ শতাংশ হাসপাতালে যাওয়ার পথে বা পৌঁছানোর সময় মারা গেছেন।